মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৩

মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৪  

সাবেক শিবির কর্মী মাহফুজের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

সাবেক শিবির কর্মী মাহফুজের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

সিলেট মহানগরের উপশহর ২২নং ওয়ার্ডের সাবেক ছাত্রশিবির কর্মী মাহফুজ আহমদ চৌধুরীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মিথ্যা ও বানোয়াট  মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মাহফুজের মা ও পরিবারের  ভুক্তভোগী সদস্যরা।

মঙ্গলবার (৩০জানুয়ারি) সকাল ১১ টায়  সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মাহফুজের মা। 

লিখিত বক্তব্যে ভুক্তভোগী মাহফুজের মা বলেন,সিলেট জেলার ছাতক থানায় বাংলাদেশ সাইবার নিরাপত্তা আইনে  বিগত ২০২৩ সালের (০২ নভেম্বর) সিলেট জেলা ও দায়রা জজ, সাইবার ট্রাইব্যুনালে (মামলা নং ৫১৩/২৩) পরিকল্পিত ও বানোয়াট  মামলা দিয়ে আমার ছেলে ও পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে।

এই মামলায় আমার ছেলেকে ০৬নং আসামী করে সর্বমোট ১৮ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। মামলার মধ্যে যে তথ্যগুলো দেয়া আছে তা হলো আমার ছেলে মাহফুজ আহমদ চৌধুরী রাষ্ট্রদ্রোহী বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত।

সে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা , ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিভিন্ন  রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিদের ছবি বিকৃত করে সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে।আমার ছেলেকে সন্ত্রাসী, মিথ্যা অপপ্রচারকারী,হত্যার হুমকী প্রদানকারী, দেশের মধ্যে হানাহানি সৃষ্টি ইন্ধনকারী, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কুৎসা রটনাকারী, তরুণ  প্রজন্মকে সরকারবিরোধী আন্দোলনে ফেসবুকের মাধ্যমে উৎসাহ প্রদান সহ আরোও বিভিন্ন ধরনের মিথ্যা,বানোয়াট পরিকল্পিতভাবে তথ্য সাজিয়ে সাইবার মামলা দেয়া হয়েছে। 

মাহফুজের মা আরোও বলেন,আমার ছেলে সিলেট মহানগর ছাত্রশিবিরের, উপশহর ২২ নং ওয়ার্ডের একজন সক্রিয় কর্মী ছিলো।বর্তমানে সে প্রবাসে থাকার কারনে বাংলাদেশের মাঠ পর্যায়ের রাজনৈতিক কোনো কার্যক্রমের সাথে জড়িত নয়।কিন্তু আমার ছেলেকে রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানি করার জন্য এই সাজানো মামলা দেয়া হয়েছে।এই মামলার পর থেকে আমি এবং আমার পরিবারের সদস্যরা স্হানীয় আওয়ামীলীগ এবং  ছাত্রলীগ নেতাকর্মীর দ্বারা বিভিন্ন ধরনের হয়রানির স্বীকার হতে হচ্ছে।

ইতিমধ্যে আমার বাড়িতে পুলিশ এসে চার বার তল্লাশি চালিয়েছে, যার ফলে আমাকে প্রায়ই আমার বাবার বাড়িতে থাকতে হচ্ছে ।আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।আমি এই বানেয়াট ও সাজানো মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সিলেট  জেলা প্রেসক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে আমার ছেলের বিরুদ্ধে দায়ের করা এই বানোয়াট ও পরিকল্পিত সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি।

এই বিভাগের আরো খবর